“ওনার সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো”। রাজ্যপাল জগদীপ ধনকড় সম্পর্কে নাম না করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই টুইট করে, নয়তো প্রেস বিবৃতি দিয়ে করোনা পরিস্থিতি এবং লকডাউন নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগছেন রাজ্যপাল। এই বিষয়ে বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। তার উত্তরে মমতা বলেন, ওনার সম্পর্কে যত কম বলা যায়, ততই ভালো। তারপরে কটাক্ষ করে মমতা জানান, “উনি অনেক লম্বা মানুষ। ওনার সম্পর্কে আমরা কী বলব? উনি আট ফিট, আমরা পাঁচ ফিট। এই গ্যাপটাতো আছে”।





























































































































