তথ্য তলব, কোথায় যাবেন তার তালিকাও মুখ্যসচিবকে ধরালো টিম

0
5
প্রতীকী ছবি

এর আগে মুখ্য সচিবকে চিঠি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। তাতে লেখা ছিল, ‘আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে’ স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো ১৯ তারিখের নির্দেশ অনুযায়ী আন্তঃমন্ত্রক প্রতিনিধি দলের জন্য সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা করতে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের এই চিঠির জবাবই দিয়েছেন মুখ্য সচিব রাজীব সিনহা। তিনি লিখেছেন, আন্তঃমন্ত্রক টিমকে যে একেবারেই সাহায্য করা হয়নি তা নয়। আসলে তাঁরা আগে থেকে না জানিয়ে চলে এসেছেন বলে তাঁদের জন্য ব্যবস্থা করা যায়নি। মুখ্য সচিব কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে এও জানিয়েছেন যে দুটি প্রতিনিধি দলের যাঁরা নেতৃত্বে রয়েছেন তাঁদের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং সব রকম সাহায্য করা হবে।