করোনা কভারেজ: সংবাদমাধ্যমের কর্মীদের সুরক্ষা নেওয়ার পরামর্শ কেন্দ্রের

0
1

করোনা সংক্রমণের খবর করতে যাওয়া সংবাদমাধ্যমের কর্মীদের যথাযথ সুরক্ষা নেওয়ার পরামর্শ দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। বুধবার, একটি বিজ্ঞপ্তি দিয়ে তারা জানায়, বিগত দিনের পর্যবেক্ষণে দেখা গিয়েছে কোভিড ১৯ সংক্রমিত এলাকা, হটস্পট, হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় খবর সংগ্রহ করতে যাচ্ছেন রিপোর্টার, চিত্র-সাংবাদিক সহ সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। এই পরিস্থিতিতে তাঁদের যথাযথ সুরক্ষা নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। একই সঙ্গে সংবাদমাধ্যমগুলির কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে, তারা যেন তাঁদের কর্মীদের স্বাস্থ্যের বিষয়ে যথাপোযুক্ত ব্যবস্থা নেয়।