গানের কলিতে মাহির প্রশংসায় পঞ্চমুখ ব্রাভো

0
1

নিজেদের পেশার বাইরে গিয়ে প্রতিভা তুলে ধরছেন সেলিব্রিটিরা। লকডাউনে ঘরবন্দি থেকে এভাবেই সময় কাটাচ্ছেন তাঁরা। এরই মধ্যে নজর কাড়লেন ক্রিকেটার ডোয়েন ব্রাভো। নিজের গলায় গাইলেন গান। যার সঙ্গে সরাসরি যোগ রয়েছে ভারতের।

ধোনিকে নিয়েই গান গেয়ে ভারতীয়দের মন জয় করলেন ব্রাভো। আইপিএলে চেন্নাই সুপার কিংসে একসঙ্গে খেলছেন ব্রাভো ও ধোনি। তাই ভারতের প্রাক্তন অধিনায়কের সঙ্গে তার বন্ধুত্ব বেশ গভীর। দূর দেশে বসে, মাহিকে ভালোবাসা জানালেন তিনি। গানের নাম এমএস ধোনি, নম্বর ৭। গানের কলিতে মাহিকে চেন্নাইয়ের থালাইভা বলে সম্বোধন করেছেন। আবার বলেছেন ধোনির জন্য গোটা রাঁচি মাহি-মাহি ধ্বনি তোলে। এই গানের ভিডিও নিজেই পোস্ট করেছেন ব্রাভো।