লকডাউনে মুশকিল আসানে হোয়াট অ্যাপ, এবার একসঙ্গে ৮ জনের ভিডিও চ্যাটের সুবিধা

0
1

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। এই সময় যেমন বাড়ি থেকে হচ্ছে অফিসের কাজ, তেমনই চলছে বিভিন্ন স্কুলের ভার্চুয়াল ক্লাসও। বাড়ি থেকেই চলছে প্রাইভেট টিউশন। আর তার জেরেই প্রতিনিয়ত বাড়ছে ভিডিও কনফারেন্সের প্রয়োজনীয়তা এবং জনপ্রিয়তা।

এই সময় কেউ মাধ্যম করছেন গুগল ডুয়ো তো কেউ জুম অ্যাপেকে। আবার কেউ বা ভরসা রাখছেন হোয়াটস অ্যাপেই।

ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার প্রশ্নে সম্প্রতি কেন্দ্রীয় সরকার জুম অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে বিকল্প মাধ্যমের খোঁজ করছেন অনেকেই। তাঁদের জন্য এবার সুখবর। নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটস অ্যাপের আপডেট ভার্সন।

সাম্প্রতিক আপডেট অনুযায়ী, হোয়াটস অ্যাপ ভয়েস ও ভিডিও গ্রুপ কলে এখন থেকে একসঙ্গে যোগ দিতে পারবেন ৮ জন। এতদিন একসঙ্গে ৪ জনকে যোগ করা যেত। এবার সেই লিমিট দ্বিগুণ বাড়ানো হল। এবার যে কোনও গ্রুপে ঢুকে ভিডিও বা অডিও কল বাটনে ট্যাপ করলেই গ্রুপ কল শুরু হয়ে যাবে। তবে যে নম্বর আপনার ফোনে সেভ নেই, তাঁকে অবশ্য আগের মতোই গ্রুপ কলে যুক্ত করা যাবে না।