কোচবিহারে কারণ ছাড়াই গাড়িতে এমার্জেন্সি সার্ভিস বোর্ড! ট্রাফিকের নজরে

0
1

লকডাউন সফল করতে মঙ্গলবার সকাল রাস্তায় নেমেছে কোচবিহার জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। অকারণে শহরে ঘুরতে থাকা একাধিক মানুষেকে বুঝিয়ে বাড়িতে পাঠান ট্রাফিক ওসি রতনচন্দ্র রায় সহ পুলিশ কর্মীরা। কোনও কারণ ছাড়াই কোচবিহারে ঘুরছে টোটো। একাধিক বাইক ও গাড়িতে উপযুক্ত কারণ ছাড়া এমার্জেন্সি সার্ভিস লিখে ঘুরে বেড়াচ্ছিলেন অনেকে। তাঁদের বিরুদ্ধেও কঠোর হাতে ব্যবস্থা গ্রহণ করেছে ট্রাফিক পুলিশ।