লাইভ সম্প্রচার চলাকালীনই এডিটরস গ্রিল্ড অফ ইন্ডিয়ার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন রিপাবলিক টিভির ম্যানেজিং ডিরেক্টর তথা বিশিষ্ট সাংবাদিক অর্ণব গোস্বামী। মহারাষ্ট্রের পালঘরে ২ সন্ন্যাসীর হত্যার বিষয় আলোচনা সরাসরি সম্প্রচার হওয়ার মধ্যেই অর্ণব ঘোষণা করেন, গিল্ডের সদস্য পদ থেকে পদত্যাগ করছেন। তিনি বলেন, এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া স্বনির্ভর সংস্থা। বহুদিন ধরেই তিনি এই সংস্থার সদস্য। কিন্তু তাঁর মতে, এখন এডিটররা তাঁদের সম্পাদকীয় নীতির সঙ্গে আপোশ করছেন। দেশ জুড়ে করোনা পরিস্থিতি নিয়ে যে ভুয়া খবর ছড়াচ্ছে, তা বন্ধ করতে কোনও ব্যবস্থা গ্রহণ করছে না এই সংস্থা। শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কাজ করে চলেছে। এ বিষয়ে তিনি সরাসরি অভিযোগের আঙুল তোলেন আলোচনায় উপস্থিত এডিটরস গিল্ড অফ ইন্ডিয়ার সভাপতি শেখর গুপ্তর বিরুদ্ধে। এই পরিস্থিতিতে এই ধরনের সংস্থা থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন অর্ণব গোস্বামী।































































































































