ইতালিতে প্রথম করোনা আক্রান্তের চিকিৎসক শোনালেন তাঁর অভিজ্ঞতা

0
1

করোনার দাপটে ভয়াবহ অবস্থা ইতালির। দেশের প্রথম করোনা আক্রান্তের চিকিৎসা করেছিলেন ডাঃ রাফায়েল ব্রুনো। নিজেই জানালেন কেমন সেই অভিজ্ঞতা।

ডাঃ রাফায়েল ব্রুনো সান মাতেও হাসপাতালের সংক্রামক রোগ বিভাগের প্রধান। তাঁর বাড়ি প্যারিসে। তিনি জানান, প্রথম করোনা আক্রান্ত রোগীর উপসর্গ ছিল সাধারণ জ্বরের মতো। রোগী – ১ বলা হয় ওই রোগীকে। ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি দক্ষিণ মিলানের কোডোগনো অঞ্চলের বাসিন্দা। গত ২২ ফেব্রুয়ারি তিনি হাসপাতালে ভর্তি হন। দ্রুত তার অবস্থার অবনতি ঘটে। তিনি করোনা আক্রান্ত হওয়ার পর পরিবারের আরও দুই সদস্য আক্রান্ত হন। মৃত্যু হয় তাঁর বাবার। তাঁর অন্তসত্ত্বা স্ত্রীও করোনা আক্রান্ত হন। পরে তিনিও সুস্থ হয়ে ওঠেন। গত ২২ মার্চ হাসপাতাল থেকে বাড়ি ফেরেন রোগী – ১ ।