লকডাউনে ঘর থেকেই রক্তদান ক্যাকটাসের সিধুর

0
2

করোনার জেরে চলছে লকডাউন। এই লকডাউনের দিনে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে ব্লাড ব্যাঙ্কগুলি। এই মুহূর্তে তারা পর্যাপ্ত পরিমান রক্তের জোগান দিতে পারছে না।হাসপাতাল গুলিও পড়েছে সমস্যায়।

অনেককেই দেখা গিয়েছে এই দুর্দিনে নিজেদের সাধ্যমতো রক্তদিয়ে নানাভাবে সাহায্য করতে। এবার বাংলা ব্যান্ড ক্যাকটাসের জনপ্রিয় গায়ক সিধুও সাহায্যের হাত বাড়ালেন রক্তদান করে। কিছুদিন ধরেই সংবাদপত্রে দেখছিলেন শহরে রক্তের জোগানের ঘাটতি দেখা যাচ্ছে, কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখতে এই মুহূর্তে তো রক্তদান শিবিরের আয়োজন করা সম্ভব নয়, তাই বাড়ি থেকেই রক্ত দিলেন সিধু। ক্যাকটাসের ভোকালিস্ট বললেন “এই কঠিন সময়ে কিছুটা হলেও যদি রক্ত দিয়ে সাহায্য করা যায় তাহলে বহু মানুষ তার জন্য উপকৃত হবেন”।

শুধুই যে সিধু একা এগিয়ে এসেছেন তাই নয়, তাঁর সঙ্গে এগিয়ে এসেছেন সিধুর ফ্যানক্লাবের সদস্যবৃন্দরা। শহরের দুটি ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছিলেন সিধু। এই উদ্যোগে সামিল হয় “লাভ ইউ সিধুদা” গ্রুপের সদস্যবৃন্দ এবং ভারুকা ব্লাডব্যাংক ও বটতলা অ্যাথলেটিক ক্লাবের সহযোগিতায় কলকাতা ও বর্ধমান থেকে ঘরে বসে রক্তদার কর্মসূচির সূচনা করে।

সিধুর আশা, এই ঘরে থেকে রক্তদান করতে সহ-নাগরিকরাও এগিয়ে আসবেন এবং এই কর্মসূচিকে সফল করবেন।