লকডাউনে সবাই যখন স্বেচ্ছায় গৃহবন্দি তখন তপ্ত দুপুরে করোনা ডিউটিতে মোতায়েন পুলিশ কর্মীদের জন্য কোল্ড ড্রিংকসের দু’টি বোতল নিয়ে হাজির হলেন এক মহিলা। পেশায় তিনি দিনমজুর।
নিজের সঞ্চিত অর্থ দিয়ে পুলিশের জন্য কোল্ড ড্রিংকস কিনে আনেন তিনি। ঘটনাস্থল অন্ধ্রপ্রদেশের ইস্ট গোদাবরী জেলা ।
চূড়ান্ত দারিদ্রের মধ্যেও অন্ধ্রের ওই মহিলার এমন মানবিকতা বোধ সবার মন ছুঁয়ে গিয়েছে। বিশেষত লকডাউন কার্যকর করতে গিয়ে রাজ্যে রাজ্যে পুলিশকর্মীদের উপরে যখন হামলার খবর আসছে, তখন এই ঘটনা দৃষ্টান্ত তৈরি করেছে।
লোকমণি নামে ওই মহিলার এমন আন্তরিকতায় স্বভাবতই মুগ্ধ হন কর্তব্যরত পুলিশকর্মীরা।
তাঁরা জানতে পারেন, ওই মহিলার মাসে আয় সাড়ে ৩ হাজার টাকা। এমনিতে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। লকডাউনের জেরে তাও বন্ধ। তবুও নিজের সঞ্চিত অর্থ থেকে তিনি পুলিশকর্মীদের জন্য কোল্ড ড্রিংকস কিনে এনেছেন। সমস্তটা জানার পরে পুলিশকর্মীরা ওই মহিলাকে কোল্ড ড্রিংকসের বোতল দু’টি ফিরিয়ে দেন।
এক পুলিশকর্মী গোটা দৃশ্য মোবাইলে রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। ওই মহিলার মমত্ববোধ দেখে মুগ্ধ হয়ে যান নেটিজেনরাও।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.































































































































