ভারতে করোনা-মুক্ত হয়ে সুস্থ হওয়া রোগীর হার ক্রমশ বাড়ছে। একদিনেই সুস্থ হয়ে উঠলেন ৭০৪ জন, যা এখনও পর্যন্ত ২৪ ঘণ্টার নিরিখে সর্বোচ্চ।
২১ এপ্রিল, মঙ্গলবার, সকাল ন’টায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য দেখা যাচ্ছে:
? বর্তমানে ভারতে মোট করোনা-আক্রান্ত ১৮,৬০১।
? এর মধ্যে সক্রিয় ১৪,৭৫৯।
? সুস্থ হয়েছেন ৩২৫২।
? মৃত্যু হয়েছে মোট ৫৯০ জনের।
? গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৫৮৪।
? গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৭ জনের।
?স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী সোমবার, ২০ এপ্রিল সন্ধ্যা ৬টায় দেশে মোট করোনা- আক্রান্ত ছিলেন ১৭,৬৫৬।
? এর মধ্যে সক্রিয় রোগী ১৪,২৫৫।
? সুস্থ হয়েছেন ২৮৪২ আর
? মৃত্যু হয়েছে ৫৫৯ জনের।
দেশে ৭০০-র বেশি মানুষ সুস্থ হলেও নতুন করে আক্রান্তের সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৩৩৬ জন।
? শতাংশের নিরিখে সুস্থ হওয়ার ক্ষেত্রে প্রথমেই কেরল। সেখানে মোট রোগীর ৭১.৩ শতাংশই এখন সুস্থ।
? সংখ্যার নিরিখে সব থেকে বেশি সুস্থ হয়েছেন মহারাষ্ট্রে, মোট ৫৭২ জন।
? পশ্চিমবঙ্গে করোনামুক্তি ঘটেছে ৭৩ জনের।