ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা বন্ধ না হলে পরশু অর্থাৎ ২৩ এপ্রিল, বৃহস্পতিবার “ব্ল্যাক ডে” পালন করবে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। আইএমএ-র পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে সাফ জানিয়ে দেওয়া হলো এই কথা। একটি বিবৃতি দিয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, হোয়াইট অ্যালার্ট জারি করার পরেও ডাক্তার, স্বাস্থ্যকর্মী কিংবা হাসপাতালে হামলার ঘটনা অব্যাহত। আমাদের একটাই দাবি, কর্মস্থলকে হামলা-মুক্ত করতে হবে। শারীরিকভাবে নিগ্রহ অবিলম্বে বন্ধ করতে হবে। এই হামলার প্রতিবাদে বুধবার, ২২ এপ্রিল রাত ৯টায় দেশজুড়ে চিকিৎসকরা হাসপাতালগুলিতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানাবেন। দাবি, আক্রমণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কেন্দ্র অবশ্য ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলায় কমিটি তৈরি করে দায়িত্ব সেরেছে।































































































































