“কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় কেন্দ্রীয় সরকারের অধিকারের এলাকার কথা উল্লেখ আছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের দায়িত্বের কোনও উল্লেখ নেই”।
তিনি আরও বলেন, “বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের দুর্দশার সমাধানের কথা, রাজ্যে রেশনিং ব্যবস্থা ও গণবন্টন ব্যবস্থার সমস্যা সমাধানের দিশার কথা এখানে উল্লেখিত নেই। রেশনিং ব্যবস্থার উপর নজরদারি চালানোর জন্য ব্লকে ব্লকে সর্বদলীয় মনিটরিং কমিটি গড়ার দাবি আমরা জানিয়েছিলাম। সে বিষয়ে কোনও দিশা নেই”।
এখানেই শেষ নয়। প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, “চা বাগানের শ্রমিকদের সমস্যা, কল কারখানা চালু হয়ে গেলে সেখানকার শ্রমিকদের সুরক্ষা এসব কোনও বিষয়েরই উল্লেখ নেই কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায়”।
সবশেষে তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের অধিকার নিয়ে আমাদের কোনও প্রশ্ন নেই, কিন্তু অধিকার ফলানোর পাশাপাশি দায়িত্বও পালন করতে হবে তাঁদের।”





























































































































