করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে ফের চাপে চিন। নোবেলজয়ী বিজ্ঞানী লুক মন্তাজিনিয়ের দাবি, উহানের গবেষণাগারে এই ভাইরাস তৈরি হয়েছে। এর আগে আমেরিকা সহ একাধিক দেশ ভাইরাসের উৎপত্তি নিয়ে চিনের দিকে আঙুল তুলেছেন।
লুক মন্তাজিনিয়ের বলেন, এইডস ভাইরাসের ভ্যাকসিন নিয়ে গবেষণা করতে গিয়েই এই মারণ ভাইরাসের জন্ম হয়েছে।
উহানের ন্যাশনাল বায়োসেফটি ল্যাবরেটরিতে এই ভাইরাসের জন্ম হয়ছে বলে জানান তিনি।
২০০৮ সালে এইচআইভি ভাইরাস আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন লুক মন্তাজিনিয়ের। ফরাসি সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, উহানের ওই গবেষণাগারে ২০০০ সাল থেকে করোনাভাইরাস নিয়ে গবেষণা শুরু হয়েছে। এর মধ্যে এইচআইভি এবং ম্যালেরিয়ার জীবাণুও রয়েছে। এই ভাইরাসের যা বৈশিষ্ট্য তা প্রাকৃতিক ভাবে তৈরি হয়না বলেই তাঁর মত।