অনুমতি সত্ত্বেও খুলল না বারাকপুরের বহু জুটমিল

0
2

কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের অনুমতি ছিল। তা সত্বেও খুলল না বারাকপুর শিল্পাঞ্চলে জুট মিলগুলি। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে রাজ্যের অনুমতি ক্রমে ২০ এপ্রিল থেকে ১৫ শতাংশ শ্রমিক নিয়ে রাজ্যের সব জুটমিলগুলি খোলার কথা ছিল।

কিন্তু বারাকপুরে সকালে উৎসুক শ্রমিকরা মিলের গেটে এসে হতাশ হলেন।
কারখানা সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে জুট মিল কর্তৃপক্ষকে রাজ্যের চিফ সেক্রেটারির থেকে অনুমতি নিতে হবে। কিন্তু অনেকেই এই আবেদন জানায়নি। এর জেরেই জুটমিল খোলেনি। কীভাবে চলবে পরিবার তা নিয়ে সংশয়ে শ্রমিকরা।