কান্দিতে মিড ডে মিলের চালে পোকা, বিক্ষোভ অভিভাবকদের

0
3

লকডাউনে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই পরিস্থিতিতে লকডাউনের মধ্যেই মিড ডে মিলের চাল স্কুল থেকে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো সোমবার মুর্শিদাবাদের কান্দিতে মিড ডে মিলের চাল- আলু দেওয়া হয়। কিন্তু অভিভাবকদের অভিযোগ, চালে গিজ গিজ করছে পোকা। তার ওপর সরকারি বরাদ্দের থেকে কম পরিমাণে চাল, আলু দেওয়ার অভিযোগ উঠেছে শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কান্দি দোহালিয়া পাকুরতলা শিশু শিক্ষা কেন্দ্রে।

এদিন সকাল সাড়ে দশটা থেকে ওই শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের অভিভাবকরা মিড ডে মিলের চাল নিতে হাজির হন। কিন্তু তাঁদের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের চাল কম পরিমাণে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে বিক্ষোভ দেখান তাঁরা।
খবর পেয়ে ঘটনাস্থলে যান কান্দি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গৌরব চট্টোপাধ্যায়। অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করেন। কোনও ওজন যন্ত্র ছাড়াই চাল, আলু দেওয়া হচ্ছে দেখে তিনি ওজন যন্ত্র আনিয়ে সঠিক পরিমাণে চাল, আলু দেওয়া শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।