বিশ্বজুড়ে করোনার মৃত্যু মিছিলের মাঝেই রক্তাক্ত কানাডা। রবিবার নোভা স্কটিয়ায় শুটারের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ১৬ জনের। পুলিশের পোশাক এসেছিল আততায়ীরা। ঘটনাস্থল কানাডার উত্তরে হ্যালিফিক্স থেকে ১০০ কিমি দূরে গ্রামীণ শহর পোর্টাপিকে।
আততায়ীর নাম গ্যাব্রিয়েল ওর্টম্যান। বছর ৫১-র এই দুষ্কৃতী মাউন্টেড পুলিশের পোশাকে ঢোকে। তার গাড়িটিও পুলিশের গাড়ির মতো রঙ করেছিল। এরপর ধীরে সুস্থে নেমে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। গুলিতে মৃত্যু হয় ১৬জনের। মৃতদের মধ্যে একজন পুলিশকর্মীও রয়েছে। হত্যাকারীকে পুলিশ ধরে ফেলে। পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। কানাডার ৩০ বছরের ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল।