লকডাউনে ডিজিটাল সংবাদ মাধ্যমের পাশে গুগল, প্যাকেজ ঘোষণা ফেসবুকেরও!

0
1

করোনার থাবায় কাবু গোটা বিশ্ব। চলছে গ্লোবাল ইমার্জেন্সি। সামাজিক দূরত্ব বজায় রাখতে চলছে লকডাউন। যার জেরে ভেঙে পড়েছে অর্থনীতির মেরুদন্ড। ক্ষতির মুখে একের পর এক সরকারি-বেসরকারি সংস্থা। গোটা বিশ্বে চাকরি হারাতে পারেন কয়েক কোটি মানুষ। আর্থিক অনটনের তালিকায় রয়েছে সংবাদ সংস্থাগুলিও। যেখানে হাজার হাজার সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে ফ্রন্ট লাইন থেকে কাজ করছে আজকের দিনেও। তাঁদেরও ভবিষ্যতের নিয়ে দেখা দিয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন!

এই ভয়াল পরিস্থিতিতে ডিজিটাল সংবাদমাধ্যমের উপর আর্থিক চাপ কমানোর সিদ্ধান্ত নিল গুগল। গুগল তার মাধ্যমে বিজ্ঞাপন প্রদেয় ব্যবস্থার জন্য সংবাদমাধ্যমগুলি থেকে যে চার্জ কেটে থাকে, তা এবার মুকুব করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। আর এতেই স্বস্তি মিলতে পারে ডিজিটাল সংবাদ মাধ্যমগুলির।

উল্লেখ্য, ইন্টারনেট ও এন্ড্রয়েড সেল ফোনের যুগে ডিজিটাল মাধ্যম এখন মানুষের কাছে সারা বিশ্বের খবর পৌঁছে দেয় নিমেষে। এক ক্লিকেই হাতের মুঠোয় গোটা দুনিয়ারকে সামনে আনে ডিজিটাল মিডিয়া। তাই এমন উপযোগী সংস্থাগুলি যাতে কোনও আর্থিক বাধার সম্মুখীন না হয় এবার সেদিকেই নজর দিল গুগল।

শুধু গুগল–ই নয়, ফেসবুকও তাদের প্ল্যাটফর্মগুলিতে সংবাদমাধ্যমকে সাহায্য করতে ১০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে।