লকডাউনের জেরে ভিন রাজ্য এবং জেলায় আটকে রয়েছেন শ্রমিকরা। তাঁদের ফেরাতে উদ্যোগী হয়েছে রাজ্য প্রশাসন। কলকাতার খয়েরতলা থেকে ডোমকলে নিয়ে যাওয়া হলো শ্রমিকদের।
লকডাউনের পর কলকাতায় আটকে ছিলেন ডোমকলের ৮ শ্রমিক। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাসে তাঁদের নিজেদের গন্তব্যে ফেরানো হয়। তাঁদেরদের বাড়ি ডোমকল ব্লকের বিভিন্ন এলাকায়। এদিন ডোমকল থানায় নিয়ে যাওয়া হয় তাঁদের। আপাতত ১৪ দিন তাঁদের নিজেদের বাড়িতেই থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।





























































































































