টিম পাঠিয়ে ঠিক করেছে কেন্দ্র, চলছে অনিয়ম: দিলীপ

0
1

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সোমবার সাংবাদিক বৈঠকে মূলত তিনটি বক্তব্যে রাজ্য সরকারকে তুলোধনা করেছেন।

1) রাজ্যে রেশন দুর্নীতি ও চাল চুরি চলছে। গরিব মানুষ চাল পাচ্ছেন না। তৃণমূল দলবাজি করছে।

2) সঠিকভাবেই টিম পাঠিয়েছে কেন্দ্র। এখানে অনিয়ম ও তথ্যগোপনের বহু অভিযোগ জমা রয়েছে। সব খতিয়ে দেখতে আইনমাফিক টিম এসেছে। বিজেপিশাসিত মধ্যপ্রদেশেও গেছে। যে আইন দেখিয়ে এখানে মুখ্যমন্ত্রী বিজেপি নেতাদের বিরুদ্ধে মামলা দিচ্ছিলেন, সেই আইনেই কেন্দ্র টিম পাঠিয়েছে বলে ওদের দুঃখ হচ্ছে।

3) যে কিট সব জায়গায় ব্যবহার হচ্ছে, তা কেন পশ্চিমবঙ্গে কাজ করছে না, তার তদন্ত দরকার । এই কিট যেভাবে রাখা উচিত এখানে তা হচ্ছে কি? পরীক্ষার সদিচ্ছা না থাকায় এইসব বাহানা করা হচ্ছে।