কেন্দ্রীয় টিমের পদ্ধতি মানছি না, আগে আমার কাছে আসুন: মুখ্যসচিব

0
1

নবান্নে মুখ্যসচিব রাজীব সিনহা বলেছেন,” কেন্দ্রীয় সরকারের যে টিম এসেছে, তার পদ্ধতি মানতে পারছি না। ওঁরা আমাদের সন্তুষ্ট না করলে এরাজ্যে ঘুরতে দেবো না।ওঁরা আগে জানান নি। যখন আমরা চিঠি পেয়েছে, তখন ওঁরা এসে যাচ্ছেন। নিজেদের মতো করে বি এস এফ নিয়ে ঘুরছেন। কেন, কোন মাপকাঠিতে এসে ঘুরছেন, জানি না। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। টিম আগে আমার কাছ থেকে শুনুন। আমি সময় দিয়ে ডেকেছি। আমাকে সন্তুষ্ট করতে না পারলে ওঁদের ঘুরতে দেব না। উত্তর বাংলায় এখন করোনার নতুন সমস্যা নেই।তাহলে এলেন কেন?”