রবিবারের পরে সোমবার-
কলকাতা মেডিক্যাল কলেজে ফের মিলল করোনা আক্রান্তের হদিশ। করোনা আক্রান্ত ৪ জুনিয়র চিকিৎসক। রবিবার আক্রান্ত হয়েছিল ৩ চিকিৎসক। একসঙ্গে ৭ চিকিৎসকের নমুনা পজিটিভ হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। ৭ জনের মধ্যে ৬ জনই প্রসূতি বিভাগে কর্মরত। ১জন শুধু ছিলেন মেডিসিন বিভাগে। তবে জুনিয়র ডাক্তাররা প্রায় সবাই হাসপাতাল চত্বরের হস্টেলে থাকছেন।
কিছুদিন আগেই কলকাতা মেডিক্যাল কলেজের এক প্রসূতির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। তাঁকে অন্যত্র সরিয়ে কয়েকদিন ওই বিভাগ বন্ধ রেখে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হয়। কিন্তু তারপরেও এই ধরনের ঘটনায় উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ।