খিদের জ্বালায় ব্যাঙ খাচ্ছে শিশুরা! ভাইরাল ভিডিও

0
1

খিদের জ্বালায় ব্যাঙ খাচ্ছে শিশুরা। এমনই এক ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। করোনার জেরে লকডাউন চলছে সারা দেশে। কীভাবে দিন কাটছে সাধারণ মানুষের, তার ভয়াবহতা ফুটে উঠল এই ভিডিওতে।

 

ঘটনা বিহারের জহানাবাদের। স্থানীয় এক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কথা বলেন ওই শিশুদের সঙ্গে। তারা জানায়, দেশে লকডাউন ঘোষণার কারণে তাদের ঘরে খাবার ফুরিয়েছে। তাই খিদের জ্বালা মেটাতে ব্যাঙ আগুনে পুড়িয়ে তারা খাচ্ছে। ওই শিশুদের মধ্যে অভিষেক কুমার বলে, “সরকার স্কুল বন্ধ করে দেওয়ায় স্কুল যেতে পারছে না। বাড়িতে খাবার নেই। তাই এখন ব্যাঙ খেয়ে থাকতে হচ্ছে।”