করোনা সংক্রমণ প্রতিরোধে হুগলির মধ্যে প্রথম উত্তরপাড়া পুরসভা তাদের অফিসের ঢোকার মুখে স্যানিটাইজিং টানেল বসাল। এই টানেলের মধ্যে থাকা স্বয়ংক্রিয় মেশিন থেকে সোডিয়াম হাইড্রোক্লোরাইড স্প্রে করা হবে। সোমবার উত্তরপাড়া পুরসভায় এই ব্যবস্থার সূচনা করেন উত্তরপাড়ার পুরপ্রধান দিলীপ যাদব। তিনি জানান, করোনার প্রভাব থেকে উত্তরপাড়াবাসীকে সুরক্ষিত রাখতে পুরসভা অক্লান্ত চেষ্টা করে চলেছে। পুরসভার চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করছেন। তাপমাত্রা মাপা হচ্ছে ইনফারেড থার্মোমিটারের সাহায্যে।
উত্তরপাড়া পুরসভা ভবনে অটোমেটিক সানিটাইজ টানেল বসানোর পরে কাঠালবাগান বাজারের প্রবেশ পথেও এই ব্যবস্থা করা হবে বলে জানান পুরপ্রধান।





























































































































