ফের বেঙ্গালুরুতে আক্রান্ত স্বাস্থ্যকর্মীরা

0
6

করোনা আবহে ফের আক্রান্ত স্বাস্থ্যকর্মীরা। আবারও আক্রমণের ঘটনা ঘটল বেঙ্গালুরুতে। কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়ার জন্য পাদারায়নপুরায় গিয়েছিলেন স্বাস্থ্য কর্মীরা। সেখানেই উত্তেজিত জনতা তাড়া করেন তাঁদের।

সরকারি সূত্রে খবর, পশ্চিম বেঙ্গালুরুর পাদারায়নপুরা অঞ্চলের তিন বাসিন্দা দিল্লিতে তবলিগি জামাতের সভায় গিয়েছিলেন। তাঁদের কোভিড-১৯ পজিটিভ। আক্রান্তদের সংস্পর্শে আসেন ৫৮ জন। রবিবার সন্ধে নাগাদ তাঁদের কোয়ারান্টাইন সেন্টারে নিয়ে যাওয়ার জন্য গিয়েছিলেন স্বাস্থ্য কর্মীরা। তাঁরা পৌঁছানোর পর স্থানীয়রা দাবি করেন, করোনা টেস্টের ব্যবস্থা করতে হবে সেখানেই। এরপরই বচসা বাধে।

প্রায় ২০০ লোক স্বাস্থ্য কর্মীদের তাড়া করে বলে অভিযোগ। ঘটনায় ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে। মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা টুইটারে লিখেছেন, “করোনার বিরুদ্ধে যারা লড়াই করছেন, তাঁদের উপর কোনও আক্রমণ সহ্য করা হবে না। আশা কর্মী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে পুলিশ কমিশনারকে।”