মুম্বইয়ে ৫৩ সাংবাদিক করোনায় আক্রান্ত

0
1

মুম্বইয়ে প্রায় ৫৩ জন সাংবাদিকের শরীরে করোনা ভাইরাসের হদিশ মিলেছে৷ সোমবার ব্রিহানমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসি এই তথ্য সামনে এনেছে৷

বিএমসি জানিয়েছে, মোট ১৭১ জন সাংবাদিকের লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ৫৩ জনের কোভিড-১৯-এর রিপোর্ট পজিটিভ এসেছে। এই ৫৩ জনের মধ্যে রয়েছেন প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়ার রিপোর্টার, ইলেক্ট্রনিক্স ও প্রিন্টের চিত্রসাংবাদিকরা।

দেশে এই মুহুর্তে সবথেকে বেশি করোনা পজিটিভ মিলেছে মহারাষ্ট্রে। ওই রাজ্যে সোমবার পর্যন্ত ৪,২০৩ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২২৩ জনের মৃত্যু হয়েছে। মুম্বইয়ে এখনও পর্যন্ত মোট ২,৭০০ জনের করোনা রিপোর্ট পজিটিভ।