প্যারোলে বাড়ি আসছেন রশিদ খান, থাকবেন বৌবাজারেই?

0
1

নয়ের দশকে বৌবাজার বিস্ফোরণে মূল অভিযুক্ত রশিদ খানের শাস্তিজীবন চলছে কারাগারে। দীর্ঘ কারাবাস ও ভালো ব্যবহারের জন্য তাঁকে মুক্তির কথা উঠলেও তা কার্যকর হয় নি। এই পরিস্থিতিতে এখন তিনি প্যারোলে কিছুদিনের জন্য বাড়ি আসতে পারেন। তাঁর স্ত্রী ফিয়ার্স লেনের মুখের বাড়িটিতে থাকেন। রশিদ কি সেখানেই থাকবেন? এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, কাগজপত্রের প্রক্রিয়া চলছে। সেসসময় রশিদের সঙ্গে ঘনিষ্ঠতার জন্য সিপিএমের বেশ কিছু নেতা বিপাকে পড়েছিলেন। বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু হয়েছিল। লালবাজারের নাকের ডগায় অত বিস্ফোরক মজুত থাকায় তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যায়। জেলে খুব ভালো ছবি আঁকেন রশিদ। এখন তিনি প্রায় বৃদ্ধ।