করোনা রুখতে অনেকটাই সফল ইউরোপের এই দেশ

0
1

করোনা দাপটে কাবু সারা পৃথিবী। কিন্তু বিশ্বের বহু দেশে এখনও তাণ্ডব শুরু করতে পারেনি মারণ ভাইরাস। যার মধ্যে নাম রয়েছে গ্রিসের। ১৭ এপ্রিল পর্যন্ত গ্রিসে করোনায় আক্রান্ত হয়েছেন ২,২২৪ জন, মারা গিয়েছেন ১০৮ জন। গত দুই দিনে ১৫ জন করে নতুন আক্রান্ত হয়েছে।

ইউরোপের অন্য দেশের মধ্যে করোনা রুখতে অনেকটাই সফল গ্রিস। জানুয়ারিতেই দেশের সব এয়ারপোর্টে স্ক্রিনিং শুরু করেছে। চিন থেকে সেদেশে যাওয়া বিমানের যাত্রীদের বিশেষ পরীক্ষা করা হয়। বাতিল করা হয়েছে কার্নিভাল। ২৩ মার্চ থেকে শুরু হয়েছে লকডাউন। জরুরি প্রয়োজনে বাইরে
বেরোলে নির্দিষ্ট নম্বরে এস এম এস করে জানতে হবে। বিনা প্রয়োজনে বাইরে বেরোলে ১৫০ ইউরো জরিমানা দিতে হবে বলে জানিয়েছে সরকার।

প্রসঙ্গত, টানা ১০ বছর ভয়াবহ অর্থনৈতিক সংকটে ছিল গ্রিস। সেই সময় বিশেষজ্ঞদের পরামর্শ মানেনি তৎকালীন সরকার। তাই একই ভুল বারবার নয়। প্রতিদিন টিভির পর্দায় আসেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাস করা সংক্রামক রোগের প্রফেসর ও সিভিল প্রটেকশান ও ক্রাইসিস ম্যানেজমেন্ট-এর ডেপুটি মন্ত্রী। দেশের সামগ্রিক পরিস্থিতি এবং ঘরে থাকার বার্তা দেন তাঁরা।