২০ এপ্রিল থেকে সব পণ্য সরবরাহের জন্য ই-কমার্স সংস্থাগুলিকে অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকার। গত সপ্তাহেই এ নিয়ে গাইডলাইনও জারি হয়। কিন্তু সরকারের এই সিদ্ধান্তে বিতর্ক তৈরি হয়। ফলে, লকডাউন চলাকালীন অত্যাবশ্যকীয় নয় এমন পণ্যের অনলাইন ডেলিভারিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রবিবার, এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। কী কী জিনিস অনলাইন সরবরাহে নিষেধাজ্ঞা –
•মোবাইল ফোন
•রেফ্রিজারেটর
•পোশাক
•টেলিভশন
•ল্যাপটপ
একটি নির্দেশিকায় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা জানিয়ে দিয়েছেন, ‘ই কমার্স সংস্থা এবং তাঁদের কর্মীদের ব্যবহৃত যানবাহনকে অনুমতি সাপেক্ষে যে অনুমতি গাইডলাইনে ছিল তা, বাতিল করা হল।
যদিও এর আগে ওই সব পণ্য সরবরাহে ই কমার্স সংস্থাগুলিকে ছাড়পত্র দিয়ে ছিল কেন্দ্র।






























































































































