কোভিড-১৯ সংক্রমণ রুখতে তৎপর রাজস্থান সরকার। এরই মধ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। রাজ্যের ৪২ শতাংশ করোনা আক্রান্ত জয়পুরের বাসিন্দা। অভিযোগ, যার মধ্যে একজন ছড়িয়েছেন ৮৪ শতাংশ রোগ ছড়িয়েছে।
মহম্মদ মোবারকের বাড়ি জয়পুরের রামগঞ্জ এলাকায়। তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কমপক্ষে ২৩২ জনকে সংক্রামিত করেছেন বলে অভিযোগ। মোবারকের পরিচিতদের মধ্যে ৯৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। একইভাবে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন তাঁর দুই বন্ধু হানিফ এবং ইকবাল। ১৫ এপ্রিল সংশ্লিষ্ট অঞ্চলের ৪৬৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
জয়পুরের জেলা কালেক্টর জোগা রাম সংবাদ মাধ্যমকে
মহম্মদ মোবারক সম্পর্কে এই তথ্য তুলে ধরেছেন। জোগা রাম বলেছেন যে দুটি শহরের মধ্যে বিশাল জনসংখ্যা এবং ঘনত্ব রয়েছে। ফলে যারা চিকিৎসা করছেন তাঁদের প্রাণের ঝুঁকি থেকেই যাচ্ছে। ‘ সুপার-স্প্রেডার ‘ মহম্মদ মোবারক যেখানে থাকেন সেই অঞ্চল সিল করে দেওয়া হয়েছে। পুরো অঞ্চলটি ১৩ টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। জোগা রাম জানান, বাড়ির বাইরে কেউ বেরোবেন না। প্রয়োজনীয় জিনিস আমরাই সরবরাহ করে দেবো।































































































































