এবার স্বাস্থ্যকর্মীদের নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। আর বাড়ি থেকে যাতায়াত নয়, এখন থেকে করোনা চিকিৎসার সঙ্গে যুক্ত এ রাজ্যের স্বাস্থ্যকর্মীরা থাকবেন সরকারি ব্যবস্থাপনায়। আজ, রবিবার এমনই নির্দেশ জারি করেছে স্বাস্থ্য দফতর।
নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মারণ ভাইরাস করোনা মোকাবিলায় বুক চিতিয়ে লড়ে যাওয়া চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা আর প্রতিদিন বাড়ি থেকে কর্মস্থলে যোগ দিতে পারবেন না। তাঁদের থাকতে হবে সরকারি ব্যবস্থাপনায়।
ইতিমধ্যেই কলকাতা-সহ জেলাগুলিতে হেডকোয়ার্টারে ব্যবস্থা করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন বাড়ি থেকেই যাতায়াত করছেন। সারাদিনের লড়াইয়ের পর বাড়ি ফিরতে যেমন সমস্যা হচ্ছে, তেমনই সংক্রমণের সম্ভাবনাও বাড়ছে। ফলে বাধ্য হয়েই এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।
উল্লেখ্য, আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, স্বাস্থ্যকর্মীরা এক সপ্তাহ টানা ডিউটি করে পরের সপ্তাহ সম্পূর্ণভাবে ছুটিতে থাকবেন। সেই মর্মে বৃহস্পতিবার বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।






























































































































