এ বার রাজ্যে শুরু হচ্ছে করোনাভাইরাস র্যাপিড অ্যান্টিবডি টেস্ট। স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, র্যাপিড টেস্টের জন্য রাজ্যের ১৪টি মেডিক্যাল কলেজকে চিহ্নিত করা হয়েছে।
স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে , ইতিমধ্যেই চিন থেকে পাঠানো র্যাপিড টেস্টের কিট পৌঁছে গিয়েছে রাজ্যে।
রেড জোনগুলিতে কতটা সংক্রমণ ছড়িয়েছে তা পরিমাপ করার জন্য প্রাথমিক ভাবে এই র্যাপিড অ্যান্টিবডি টেস্ট করা হবে।
স্বাস্থ্য ভবন সূ্ত্রে জানানো হয়েছে , প্রথমে কলকাতা-হাওড়া এবং উত্তর ২৪ পরগণার অতি ঘনবসতি পূর্ণ এলাকায় সংক্রমণ কতটা হয়েছে তা বুঝতে এই র্যাপিড টেস্ট করা হবে। পরের ধাপে হবে পুল টেস্ট। লকডাউন ও র্যাপিড টেস্টের ফলে অল্প সময়ের মধ্যে চিহ্নিত করে নেওয়া সম্ভব হবে উপসর্গ-সহ বা উপসর্গহীন কোভিড আক্রান্তদের। যত দ্রুত করা সম্ভব হবে ততই রাশ টানা যাবে সংক্রমণে।
স্বাস্থ্য ভবনের নির্দেশিকা অনুসারে কলকাতা হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার টেস্ট হবে ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ বা এসএসকেএমে।





























































































































