বামফ্রন্ট নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদ বেলঘরিয়ায়

0
2

শনিবার রেড রোডে রাজ্য সরকারের বিরুদ্ধে ধিক্কার জানায় বামফ্রন্ট নেতৃবৃন্দ। একাধিক অভিযোগে সরব হন তাঁরা। তাঁদের আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়।

রবিবার এই ঘটনার প্রতিবাদ জানায় সিপিআইএম বেলঘরিয়া এরিয়া কমিটি। ফিডার রোডে পোস্টার, প্ল্যাকার্ড, ফ্ল্যাগ নিয়ে প্রতিবাদ জানানো হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য ঝন্টু মজুমদার, পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়নের নেতা রঞ্জিত সরকার সহ ছাত্র-যুবরা। সিপিআইএম পূর্ব বেলঘরিয়া এরিয়া কমিটির উদ্যোগে এমবি রোডে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানানো হয়। উপস্থিত ছিলেন কামারহাটির বিধায়ক মানস মুখোপাধ্যায়, ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সায়নদীপ মিত্র সহ সিপিআইএম পূর্ব বেলঘরিয়া এরিয়া কমিটির সম্পাদক জয়দীপ চৌধুরী।