হুগলির গোঘাটের হাজিপুর এলাকায় কোল্ডস্টোর থেকে অ্যামোনিয়া গ্যাস লিক। এলাকায় আতঙ্ক। অ্যামোনিয়া গ্যাসের ঝাঁজে অনেকের শ্বাসকষ্ট শুরু হয়েছে বলে খবর। ঘটনাস্থলে প্রশাসনের কর্মীরা পরিস্থিতি মোকাবিলা করেন। হিমঘরে অ্যামোনিয়া গ্যাস ভরার সময়ে পাইপ লিক করা বিপত্তি ঘটে। এর জেরে এলাকার আতঙ্ক ছড়ায়। লকডাউন সত্বেও বাড়ি, ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। গবাদি পশু নিয়ে চলে যান অন্যত্র।
আরামবাগ দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন আসে। আসে গোঘাট থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশ গ্রামবাসীদের মাইকিং করে সতর্ক করে দেয়। আতঙ্কের কোনও কারণ নেই বলে সকলকে আশ্বস্ত করে। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও দমকল।