লকডাউন : শেষ করা হল না মদ তৈরি, গ্রেফতার দুই যুবক

0
1

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গোটা বিশ্ব জুড়ে চলছে লকডাউন বাদ যায়নি ভারতও। লকডাউনকে কার্যকরী করে তুলতে পথে নেমেছে প্রশাসন। লকডাউনে খোলা থাকবে শুধুমাত্র জরুরি পরিষেবা জানিয়েছে কেন্দ্র। বহু রাজ্যেই বন্ধ মদের দোকান। ফলে মুশকিলে পড়েছে নেশাগ্রস্থ ব্যক্তিরা।

কেউ কেউ হোমিওপ্যাথি ওষুধের মধ্যে নেশার বরি মিশিয়ে তৈরি করে ফেলছে মদ। আবার কেউ কেউ স্পিরিট খুঁজতে হন্যে হচ্ছে। আবার কেউ রং খাচ্ছেন। এই সমস্ত জিনিস খেয়ে মারা যাচ্ছে বহু।

কিন্তু এবার মদ তৈরি করতে গিয়ে গ্রেফতার হতে হল দুই যুবককে। ঘটনা তামিলনাড়ুর নামাক্কাল জেলায়। পুলিশ সূত্রে খবর, ইন্টারনেটের ভিডিও দেখে বাড়িতেই মদ বানানোর চেষ্টা করছিল ওই দুই নেশাখোর যুবক। তবে পদ্ধতি শেষ করার আগেই তাদের পাকড়াও করা হয় ।