লকডাউনের জেরে বিভিন্ন জেলায় আটকে ছিলেন পরিযায়ী শ্রমিকেরা। তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থা শুরু করেছে প্রশাসন। শনিবার দিঘা থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার সাতটি বাস ছেড়েছে। যার গন্তব্য মূলত নদিয়া, মুর্শিদাবাদ এবং বারাসত।
লকডাউনের এগরায় আটকে পড়েন মুর্শিদাবাদের শতাধিক পরিযায়ী শ্রমিক। আটকে পড়া শ্রমিকদের থাকা এবং রেশনের ব্যবস্থা করেছিল এগরা পুরসভা। এগরা পুরসভায় এলাকার ৪০ জন-সহ মোট ৯৪ জন শ্রমিককে নিজেদের জেলায় পাঠায় জেলা প্রশাসন। এগরা পুরপ্রধান শঙ্কর বেরা জানান, “প্রত্যেকের মেডিক্যাল পরীক্ষা হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশ মতো পুরসভা এবং ব্লক এলাকার শ্রমিকদের বাড়ি ফেরানোর হল। একইসঙ্গে নির্মাণ শ্রমিক ও ফেরিওয়ালা হিসাবে তমলুক শহরে ছিলেন মূর্শিদাবাদের ৩৫ জন। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসে তাঁদেরও বাড়ি ফেরানো হয়।”





























































































































