অভিনেতা নির্মল কুমার কি করোনায় আক্রান্ত?

0
1

অভিনেতা নির্মল কুমার করোনায় আক্রান্ত না বয়সজনিত অসুখে আক্রান্ত? বিষয়টি পরিষ্কার নয়। তবে শুক্রবার রাতে তাঁকে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মূলত প্রবল শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন। পারিবারিক সূত্রে বক্তব্য, বছর দুই আগে তাঁর পেস মেকার বসে। সেটি নিয়ে সমস্যা তৈরি হয়। শনিবারই পেস মেকার বদলের কথা ছিক।শুক্রবার রাতে বাড়ি ফিরে অজ্ঞান হয়ে যান। তারপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। নির্মল কুমারের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় বলেন, আমি নিজে ডায়াবেটিসের রোগী তাই হাসপাতালে যেতে পারছি না। খবর রাখছি। ডাক্তারদের সঙ্গে কথা বলছি। ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসক প্রকাশ হাজরা জানান, অভিনেতা স্বাভাবিক রয়েছেন।