গগনচুম্বী হতে পারে সোনার দাম, শঙ্কায় স্বর্ণ ব্যবসায়ীরা

0
1

লকডাউনে বন্ধ সোনার দোকান। কেনাবেচা হচ্ছে না। এই অবস্থায় বাড়তে পারে সোনার দাম। এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের। মার্চ মাসে লকডাউনের আগে সোনার দাম ছিল ৪০ হাজার ৬৫০ টাকা। স্বর্ণ ব্যবসায়ীদের আশঙ্কা জুনে সোনার দাম হতে পারে ৪৫ থেকে ৪৭ হাজার এবং ডিসেম্বরে ৫০ হাজার টাকা।

এই পরিস্থিতিতে মাথায় হাত মধ্যবিত্তের। কীভাবে দোকান টিকিয়ে রাখবেন, সেই চিন্তায় ঘুম উড়েছে ছোট-বড় ব্যবসায়ীদের। অর্থনীতিবিদদের মতে শেয়ার বাজারে ধস, টাকার দামে পতন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়া, চাহিদার তুলনায় জোগান কম হলে সোনার দাম বাড়তে পারে। অর্থনীতিবিদ অরিজিতা দত্ত বলেন, “যতটা সোনা আমরা ব্যবহার করি তার অধিকাংশ আমদানি করি।
বর্তমান পরিস্থিতিতে আমদানিকৃত সোনার দাম বেড়ে যাচ্ছে।”