১০০ শতাংশ লকডাউন চাই, এবার পুলিশকে “ফ্রি-হ্যান্ড” দিলেন কমিশনার

0
1

কলকাতা শহরে যাতে ১০০ শতাংশ লকডাউন মানা হয়, সে ব্যাপারেও আরও কঠোর হচ্ছে লালবাজার। কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা এক টুইট বার্তায় ফের শহরবাসীকে লকডাউন মেনে চলার অনুরোধ করেন।

পাশাপাশি, কলকাতার সমস্ত পুলিশ আধিকারিক এবং পুলিশকর্মীদের এ ব্যাপারে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। শহরের কোথাও লকডাউন ভঙ্গ হলেই তৎক্ষনাৎ আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।