করোনা আতঙ্কের মধ্যেই কেঁপে উঠল জাপান

0
1

ইতালির পর জাপান। করোনা আতঙ্কের মধ্যেই কেঁপে উঠল জাপান। জাপানের আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবারের জাপানের ওগাসাওয়ারা দ্বীপের পশ্চিম উপকূলে তীব্র কম্পন হয়। রিখটার স্কেলে কম্পাঙ্কের তীব্রতা ছিল ৬.৯। তবে সুনামির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

জাপানের মেটিওরোলজিক্যাল এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ৫টা ২৬ মিনিটে জোরালো ভূমিকম্প হয়।কম্পনের উত্‍সস্থল ছিল প্রশান্ত মহাসাগর। যার গভীরতা ছিল ৪৯০ কিলোমিটার। ওগাসাওয়ারা দ্বীপের একাধিক অঞ্চলে অন্তত চার বার আফ্টার শক অনুভূত হয়েছে। এদিনের ভূমিকম্পে অবশ্য হতাহতের কোনও খবর নেই।