Breaking: সাইবার ব্ল্যাকমেলিংয়ে বিপদের মুখে কগনিজেন্ট

0
1

তথ্যপ্রযুক্তি সংস্থা কগনিজেন্ট সাইবার ব্ল্যাকমেলিংয়ে মুখে পড়েছে বলে সূত্রের খবর। বিষয়টিকে “রানসামওয়ার অ্যাটাক ” বলা হচ্ছে। সংস্থার বহু তথ্য হ্যাক হয়ে থাকতে পারে। এই অবস্থায় বহু ক্লায়েন্টের তথ্যও বেরিয়ে যেতে পারে। কে বা কারা করছে জানা যায় নি। কগনিজেন্ট সুরক্ষা ফেরাতে সর্বশক্তিতে চেষ্টা করছে। তারা কর্মীদের নির্দিষ্ট কিছু গাইডলাইনও দিয়েছে। বিষয়টি নিয়ে তথ্যপ্রযুক্তি দুনিয়ায় শোরগোল পড়ে গেছে।