লকডাউনে শুনশান জনপথ। এই সুযোগে জঙ্গল থেকে বেরিয়ে এলো দুটি বাইসন। রবিবার, কোচবিহার ২ নম্বর ব্লকের খোল্টা মরিচ বাড়ি এলাকায় দুইটি বাইসন জঙ্গল থেকে বেরিয়ে আসে। বাইসন দুটিকে দেখতে স্থানীয় বাসিন্দারা লকডাউন ভেঙে ভিড় জমান। খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে যান।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, জলদাপাড়ার জঙ্গল থেকে ওই দুটি বের হয়ে এসেছে। ওই এলাকায় এমনিতেই বন্য জন্তু লোকালয়ে চলে আসার ঘটনা ঘটে। তার মধ্যে লকডাউন চলায় যান চলাচল নেই। লোকজনের আনাগোনাও কম। আর সেই কারণে বন্য জন্তুরা জঙ্গল থেকে লোকালয়ে চলে এসেছে বলে মনে করা হচ্ছে। তবে, বাইসন দুটি কাউকে আক্রমণ করেনি।





























































































































