করোনা যুদ্ধে আরও কড়া মনোভাব দেখাচ্ছে রাজ্য প্রশাসন। লকডাউনের দ্বিতীয় পর্বে সামাজিক দূরত্ব বজায় রাখার কৌশলকে ১০০ শতাংশ সফল করতে এবার কলকাতার আকাশে নজরদারি শুরু করলো ড্রোন! নামলো কমব্যাট ফোর্সও। কোথাও জমায়েত দেখলেই ড্রোন ক্যামেরায় সেই ছবি তৎক্ষনাৎ পৌঁছে যাবে লালবাজার। সঙ্গে সঙ্গে কমব্যাট ফোর্স পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলকে অতি স্পর্শকাতর ঘোষণা করেন। যেখানে আজ, শনিবার সকাল থেকেই কড়া পুলিশি নজরদারি শুরু হয়েছে। অবাধ যাতায়াত ঠেকাতে রেড জোনগুলিকে ব্যারিকেড করে রেখেছে পুলিশ। আইন অমান্য করায় সকাল থেকেই অবাধ্যদের গ্রেফতার চলছে।