হিমালয়ের বন্ধু আল্পস! করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে সুইৎজারল্যান্ড

0
1

প্রায় গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে মারণ করোনা ভাইরাস। গোটা বিশ্বের সামনে এখন শত্রু তো একটাই। করোনাভাইরাস। এই প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করা ছাড়া আর কোনও উপায় নেই। তাই গোটা বিশ্বকে এক হয়ে লড়াই করার ডাক দিয়ে অভিনব উদ্যোগ নিল সুইজারল্যান্ড।

কী সেই উদ্যোগ! সুইৎজারল্যান্ডের সর্বোচ্চ গিরিশিখর ম্যাটারহর্ন। উচ্চতা ১৪৬৯২ ফুট। সুইৎজারল্যন্ড এবং ইতালির সীমান্তে এই ম্যাটারহর্ন শৃঙ্গের চূড়ায় এই অদ্ভুদ আলোর প্রদর্শনীর আয়োজন করেছিলেন শিল্পী জেরি হফসটেটার। এই শৃঙ্গের উপর স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় আলোকসজ্জায় ভেসে ওঠে ভারতের জাতীয় পতাকা। ওয়েবক্যাম—এর মাধ্যমে এই অসাধারণ দৃশ্য বিশ্ববাসীকে দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই ছবি ফের টুইটারে শেয়ার করে ভারতের পাশে থাকার জন্য সুইশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে লিখেছেন, ‘‌বিশ্ব কোভিড–১৯ একসঙ্গে লড়ছে।

 


গত এক সপ্তাহ ধরে ইতালির সীমান্ত লাগোয়া পর্বতের উত্তর এবং পূর্ব অংশে সূর্যাস্ত থেকে প্রতি রাতে বিভিন্ন আলোকসজ্জায় সাজাচ্ছেন আলোকশিল্পী জেরি হফস্টেটার। তিনি জানালেন, প্রথমে নিজের দেশ সুইৎজারল্যান্ডের জাতীয় পতাকা, তারপর ইতালির জাতীয় পতাকা আলোকসজ্জায় আঁকা হয়েছিল আলপ্সের গায়ে। এছাড়া ‘‌বাড়িতে থাকুন, সুস্থ থাকুন’, ‘‌একতা’‌, ‘‌আশা’‌‌ ধরনের উপদেশও লেখা হয়েছিল।