শনি-সন্ধ্যায় ঝড়ো হাওয়া, দোসর বৃষ্টি

0
1

পূর্বাভাস ছিলই, সেই মতো শনি- সন্ধেয় প্রথমে ঝোড়ো হাওয়া, তারপর শুরু হয় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি। কলকাতা -সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয় কিছুক্ষণ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই, শনিবার সন্ধেয় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। হালকা বৃষ্টি হয় দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতেও। সেই সঙ্গে চলে ঝোড়ো হাওয়া। শনিবার দিনের বেলাতেও রোদের দেখা মেলেনি। উল্টে বারবারই আকাশে ছিল মেঘ-রোদ্দুরের খেলা। হালকা বৃষ্টি এবং ঝড়ো হাওয়ায় তীব্র গরমে সামান্য স্বস্তি মিলেছে।