সাপের সঙ্গে সেল্ফি! দিতে হলো ১ কোটি টাকা খেসারত

0
1

তুলতে গিয়েছিলেন সাপের সঙ্গে সেল্ফি। তাতেই দেড় লাখ ডলার খেসারত দিতে হলো এক ব্যক্তিকে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি টাকা। ঘটনা ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগো শহরের।

র‌্যাটল সাপের সঙ্গে তুলতে চেয়েছিলেন ফসলার নামের ওই ব্যক্তি। ওই সময় সাপটি ফসলারের হাত কামড়ে দেয়। হাসপাতালে ভর্তি করা হয় ওই ব্যক্তিকে। হাসপাতাল জানায়, চিকিৎসা বাবদ খরচ হবে ১ লাখ ৫৩ হাজার ১৬১ ডলার। ফসলার বলেন, “সাপ কামড়ানোর পর সারা শরীর কাঁপছিল। মনে হচ্ছিল, জিভ, চোখ সব বেরিয়ে আসছে।”