এবার সরাসরি নাম করে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পদত্যাগ দাবি করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। এক ভিডিও বার্তায় রাহুল সিনহা বলেন, “রাজ্যে রেশন নিয়ে লাগাতার দুর্নীতি চলছে। লুটপাট চলছে। রাজনীতি হচ্ছে।”
এখানেই শেষ নয়। বিজেপি নেতা মারাত্মক অভিযোগ তুলে বলেন, “লকডাউনের অনেক আগে থেকেই খাদ্যমন্ত্রীর নেতৃত্বে দুর্নীতি হচ্ছে রেশন ব্যবস্থায়। পুরো রেশন ব্যবস্থার চেইনটাকে ধ্বংস করছেন খাদ্যমন্ত্রী। যার ফল এখন ভুগতে হচ্ছে মানুষকে। আমি মুখ্যমন্ত্রীকে আবেদন করছি, অবিলম্বে খাদ্যমন্ত্রীকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হোক।”
এরপরই রাহুল সিনহা বলেন, “কেন্দ্রীয় সরকার দেশের প্রতিটি মানুষের জন্য ৫ কেজি করে চাল-গম ও ১ কেজি করে ডালের সংস্থান করার পরেও রাজ্যজুড়ে রেশনের জন্য হাহাকার করতে হচ্ছে মানুষকে। কারণ, খাদ্যমন্ত্রী সব লুট করেছেন। তাই করোনা সঙ্কটে যাদের দরকার, তারা রেশন পাচ্ছেন না।”





























































































































