লকডাউনের মধ্যে গড়ের মাঠে খেটে খাওয়া ঘোড়ার দলের পাশে দাঁড়ালেন রাজ্যের মন্ত্ৰী রাজীব বন্দ্যোপাধ্যায়। আজ, শনিবার তিনি ভিক্টরিয়া মেমোরিয়াল চত্বর ও তার আশেপাশের প্রায় ১৫০টি ঘোড়ার খাবারের ব্যবস্থা করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আগামীদিনেও তাদের খাবারের বন্দোবস্ত তিনি করবেন বলে জানিয়েছেন।
এখানেই শেষ নয়। মন্ত্রী ঘোড়াগুলির স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করেন। প্রসঙ্গত, করোনা যুদ্ধে লকডাউন পর্বে এই নিরীহ খেটে খাওয়া অবলা ঘোড়াগুলির কাজ নেই। পর্যটক না থাকায় বন্ধ তাদের দরিদ্র মালিকদের রোজগার। ফলে ঘোড়াগুলির জন্য খাবারের সংস্থান করতে পারছে না তারা। যারা ঘাস কাটে তারাও আসতে পারছে না কাজে।
এই পরিস্থিতিতে ক্ষুধার্ত ঘোড়াগুলির খাবারের ব্যবস্থা করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এর আগে কলকাতা মাউন্টেন পুলিশের পক্ষ থেকেও এদের খাবার ব্যবস্থা করা হয়েছিল।