ওসি কোভিড ১৯ পজিটিভ, গার্ডেনরিচ থানা পরিদর্শন কলকাতার পুলিশ কমিশনারের

0
1

লকডাউনে অতন্দ্র প্রহরী হয়ে থাকা ওসি এবার কোভিড ১৯ আক্রান্ত। অন্যান্য পুলিশকর্মীদের মনোবল বাড়াতে গার্ডেনরিচ থানায় গেলেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। লকডাউন সম্পূর্ণ নিশ্চিত করতে নির্দেশ দেন তিনি। পুলিশকর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকা পরিদর্শন করেন অনুজ শর্মা।

জ্বর ও কাশির সমস্যা নিয়ে দু’দিন আগেই গার্ডেনরিচ থানার ওসিকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়৷ এরপর তার করোনা উপসর্গ দেখা দেয়৷ তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল এসএসকেএম হাসপাতালে৷ সেই রিপোর্ট পজেটিভ আসে৷ ওসির স্ত্রী-সন্তানদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ওসির করোনা আক্রান্ত হওয়ায় পর থানা কীভাবে চলবে তা নিয়ে বিভ্রান্তিতে পড়েন পুলিশকর্মীরা। শনিবার গার্ডেনরিচ থানায় যান পুলিশ কমিশনার অনুজ শর্মা। থানার আধিকারিক ও পুলিশকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। গার্ডেনরিচের সিল হওয়া কয়েকটি এলাকাও ঘুরে দেখেন সিপি। লকডাউনের গুরুত্ব বোঝান স্থানীয়দের।