একদিনে লাখের গণ্ডি পেরল কল্পতরু, প্রশ্ন অভিষেক পারলে অন্যরা নয় কেন!

0
1

অনুমানই সত্য হলো। একদিনে এক লাখের বেশি মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার অভিনব রেকর্ড তৈরি করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক তাঁর সংসদীয় এলাকা ডায়মন্ডহারবারে দরিদ্র এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন করোনার এই ব্যতিক্রমী পরিস্থিতির কারণে। ১২ এপ্রিল থেকে রোজ তাদের হাতে খাবার তুলে দিচ্ছেন, যা ইতিমধ্যেই কল্পতরু নামে সারা বাংলায় পরিচিত হয়েছে। শনিবার ছিল তার সপ্তম দিন। আর এদিন ‘টিম অভিষেক’ ডায়মন্ডহারবারের সাতটি বিধানসভা কেন্দ্রে খাবার পৌঁছে দিল ১,০২৩৫২জন মানুষের কাছে। সপ্তম দিন পর্যন্ত খাবার পৌঁছে গেল মোট ৫,৯৫,২৮০ জনের কাছে। রেকর্ড, অভিনব, ব্যতিক্রম।

অভিষেকের কল্পতরুর কারণে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। নেটিজেনদের অনেকেই বলতে শুরু করেছেন একজন সাংসদ উদাহরণ তৈরি করছেন। তিনি যদি এভাবে মানুষের পাশে দাঁড়াতে পারেন, বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিতে পারেন, তাহলে অন্য সাংসদরাও কেন পারবেন না! ন্যূনতম চেষ্টাটাও কেন করবেন না! সংখ্যা নয়, ইচ্ছে দেখানোটাই বড় কথা। এটাই তো এই সময়ের দাবি। আসলে করোনা পরিস্থিতিতে রাজনীতিবিদদের চোখে আঙুল দিয়ে তরুণ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন, ইচ্ছে থাকলেই উপায় হয়।